হাসি থেকে শুরু
আলো করা হাসি থেকে হোহো করা দম ফাটা হাসি। পেট ব্যথা হয়ে চোখ থেকে জল বার করা হাসি। মনে ফাগুন লাগানো শান্ত হাসি। গলায় ব্যথা হয়ে আসা আধো হাসি।
নবনীতা দেবসেন। আঁধার রাতের ইমার্জেন্সি লাইট। হঠাৎ মন খারাপের ফুচকা খাওয়া বিকেল। প্যাচপ্যাচে গরমকালের চুল অবাধ্য করা হাওয়া।
নবনীতা দেবসেন প্রতিদিনের ভ্রান্ত মানুষগুলোর প্রশ্রয়। আশ্রয়।
এক নিখাদ আনন্দের উৎস। তার শব্দে যেন ঘর বাঁধা থাকে।
ভালবাসার বারান্দা হোক বা ম্যাকমাহনে। সীতা থেকে শুরু করে করুনা তোমার কোন পথ দিয়ে... একের পর এক স্লাইড শো। ঐ হাসিতে অমলতাসের মাথা ঝাঁকানো হলুদ আলো আছে। চশমাটা নাকে নেমে এলে মনে হত জড়িয়ে ধরা যায়।
ধুত্তোর করে জীবনকে বেঁচে নেওয়া। লাইফ নিয়ে এত সিরিয়াস কেন ভাই? আর মৃত্যু ওটা কোমরে স্পন্ডিলসিসের বেল্টের মতো জড়িয়ে ঘুরে বেড়াতেন। দমিয়ে দেবে কে? কার এত সাহস? নেই মানে? তাকিয়ে দেখলে বাংলা সাহিত্যের আকাশে অট্টহাস্য করছেন মহিলা...দেখা যাবে। শোনাও যাবে।
বলছিলাম, এবার কি একটু কোলে মাথা রাখব? প্রণাম করছি না তো। বিব্রত প্লীজ হবেন না।
ভালবাসায়
অধম।
আলো করা হাসি থেকে হোহো করা দম ফাটা হাসি। পেট ব্যথা হয়ে চোখ থেকে জল বার করা হাসি। মনে ফাগুন লাগানো শান্ত হাসি। গলায় ব্যথা হয়ে আসা আধো হাসি।
নবনীতা দেবসেন। আঁধার রাতের ইমার্জেন্সি লাইট। হঠাৎ মন খারাপের ফুচকা খাওয়া বিকেল। প্যাচপ্যাচে গরমকালের চুল অবাধ্য করা হাওয়া।
নবনীতা দেবসেন প্রতিদিনের ভ্রান্ত মানুষগুলোর প্রশ্রয়। আশ্রয়।
এক নিখাদ আনন্দের উৎস। তার শব্দে যেন ঘর বাঁধা থাকে।
ভালবাসার বারান্দা হোক বা ম্যাকমাহনে। সীতা থেকে শুরু করে করুনা তোমার কোন পথ দিয়ে... একের পর এক স্লাইড শো। ঐ হাসিতে অমলতাসের মাথা ঝাঁকানো হলুদ আলো আছে। চশমাটা নাকে নেমে এলে মনে হত জড়িয়ে ধরা যায়।
ধুত্তোর করে জীবনকে বেঁচে নেওয়া। লাইফ নিয়ে এত সিরিয়াস কেন ভাই? আর মৃত্যু ওটা কোমরে স্পন্ডিলসিসের বেল্টের মতো জড়িয়ে ঘুরে বেড়াতেন। দমিয়ে দেবে কে? কার এত সাহস? নেই মানে? তাকিয়ে দেখলে বাংলা সাহিত্যের আকাশে অট্টহাস্য করছেন মহিলা...দেখা যাবে। শোনাও যাবে।
বলছিলাম, এবার কি একটু কোলে মাথা রাখব? প্রণাম করছি না তো। বিব্রত প্লীজ হবেন না।
ভালবাসায়
অধম।
3 comments:
... :)
এই ভাঁড়ারের সন্ধান জানতাম না তো
Nice
Post a Comment